শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিলসহ ছয় দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে মানববন্ধন করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ.
আজ সোমবার বেলা ১১ টার সময় বিমানবন্দর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকৃত কর্মকর্তা- কর্মচারীদের অনেকেই, এ সময় বক্তারা বলেন -বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন ‘এভিয়েশন সিকিউরিটি’ বিভাগ অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের সকল বিমানবন্দরে ন্যায় সৈয়দপুর বিমানবন্দরেও নিরাপত্তার কাজ করে যাচ্ছেন। এমতাবস্থায় এ বিভাগ থাকার পরও বাংলাদেশ এয়ারলাইন্স সিকিউরিটি ফোর্স নামের নতুন একটি বিভাগ গঠনের প্রস্তাব প্রণয়ন বা পায়তারা করা হচ্ছে,যাহা কিনা বেবিচকের পর্ষদ সভায় আলোচনার জন্য প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। এ বিষয়টিকে গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।
মানববন্ধনে বেবিচকের বিপুল সংখ্যক কর্মকর্তা- কর্মচারী অংশগ্রহণ করেন এবং তারা এই সময় ৬ দফা দাবি উত্থাপন করেন, দাবিগুলো নিম্নরূপ
এভিয়েশন সিকিউরিটি বিভাগকে অকার্যকর করার সকল প্রকার ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে,যাতে প্রতিষ্ঠানটি কাঠামোগত শক্তিশালী হয়। বেবিচকের অধীন বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে।
২০১৬ সালে চালু করা ‘ইন এইড টু সিভিল পাওয়ার ‘ এর আওতায় জনবল মোতায়েন কার্যক্রম থেকে বেরিয়ে আসার সুস্পষ্ট তারিখ ঘোষণা করতে হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও মান উন্নয়নে পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এছাড়া ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং সাথে বেবিচকের প্রকৃত প্রতিনিধি নিশ্চিত করতে হবে.
সর্বোপরি কর্মসূচি চলাকালে ৬ দফার দাবি সম্বলিত বেবিচকের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।