শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ‘ফুল হয়ে ফুটবো মোরা, আলোর ন্যায় ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে, বিশ্বটাকে গড়বো’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় ক্ষুদে ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘২৫ প্রদান করা হয়। স্থানীয় শহীদ স্মৃতি সরকারি কলেজ প্রাঙ্গণে মানাজিল পরিবার এর উদ্যোগে প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব মাওঃ আমিনুল হক এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র যুগ্ম পরিচালক কৃষিবিদ ইকবাল মুহাম্মদ মুনতাসির। সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠেয় উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ মুহম্মদ ইবনে হাফেজ্জী। প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান মু. মেহেদী হাসান ও শিক্ষক মণ্ডলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠেয় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র সভাপতি মোঃ সাইফুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোঃ আখতারুজ্জামান প্রমূখ। ক্ষুদে শিক্ষার্থীদের দ্বারা পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত, বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় উপস্থাপনা, সুললিত কণ্ঠে একক ও যৌথ ইসলামি সংগীত পরিবেশন অনুষ্ঠানে ভিন্ন মাত্রা ও ভাবগাম্ভীর্যের সৃষ্টি করে। কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ভিত্তিক বিশেষ পদক, থ্যাংকস সনদ, ক্লাস আচরণ, সেরা উপস্থিতি,পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বৃত্তি সনদ ও নগদ অর্থ প্রদানসহ সভাপতির সমাপনী বক্তব্য ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক সাইফুজ্জামান আয়োজক মহোদয় বৃন্দকে ধন্যবাদ জানিয়ে মা ও শিশু সুরক্ষা, শিশুর পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা, শিশুর মনস্তাত্ত্বিক অনুভূতি তথা মেধা সনাক্ত করণ ও পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ইকবাল মুহাম্মদ মুনতাসির তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে সাধারণ শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।