শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ ৫১ দিন ব্যাপী “তারুণ্যের উৎসব”২৫ এর অংশ হিসেবে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় বর্ণাঢ্য আয়োজন সহ যুব ও উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত ও সমাজসেবা, যুব উন্নয়ন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর সার্বিক সহযোগীতায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ, ফ্রন্টিয়ার টেকনোলজি/সাইবার সিকিউরিটি বিষয়ক, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার, কিশোর কিশোরীদের পুষ্টি ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা, সফল ব্যক্তিদের সফলতার গল্প এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদযাপন উপ-কমিটির আহ্বায়ক সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাহুল চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তাগাছা, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আযম, সদস্য একাডেমিক সুপার ভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস, জেসমিন খানম, যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, এলজিইডি প্রকৌশলী ইঞ্জিঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সার্বিক সহায়তায় অনুষ্ঠান পরিচালিত হয়।
দিনব্যাপী উক্ত আয়োজনে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। স্থানীয় হলরুমে কুইজ প্রতিযোগীতায় সমসাময়িক ও বিষয় ভিত্তিক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে প্রতিযোগিতায় আফিয়া আক্তার তোয়া, আশরাফিয়া নউরিন জেমি ও কাজী আবরার ফারহান প্রতীক পুরষ্কৃত হয়। ৫১ দিনব্যাপী তারুণ্যের উৎসব বাস্তবায়ন কমিটির প্রধান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ব্রেস্ট ক্যান্সার, পলিথিনের বিকল্প ব্যবহার, মেধা যাচাই ভিত্তিক কুইজ প্রতিযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিষয়াদির উপর পারিবারিক, সামাজিক, বেসরকারি, সরকারি পৃষ্ঠপোষকতায় এহেন কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশ ও চেতনার উন্মেষ ভবিষ্যৎ সুশৃঙ্খল সমাজ গঠনে কার্যকর ভূমিকা/অবদান রাখতে পারে বলে অভিজ্ঞ মহলের প্রত্যাশা।