বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২ ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন  মুক্তাগাছায় ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৬ দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি মুক্তাগাছায় রূপালীকে উষ্ণ অভ্যর্থন ! ব্রোঞ্জ থেকে স্বর্ণ পদকের হাতছানি! জামালপুরে N.K.Foundation এর ইফতার ও দোয়া এবং ঈদ সামগ্রী বিতরণ

মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, সুস্থ দেহ, সুস্থ মন” এই প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছাধীন মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯:৩০ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

সহকারী শিক্ষক (ইংরেজি) শাহ্ ওয়ালীউল্লাহ মাসুদ এর সঞ্চালনায় অতিথিদের আসন গ্রহণ, ফুলের শুভেচ্ছা ও ব্যাজ প্রদান এবং কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত অনুষ্ঠানের অংশ হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন, মার্চ পাষ্টের জন্য অনুমতি প্রার্থনা, মাঠ প্রদক্ষিণ, প্রধান অতিথি কর্তৃক উদ্বোধন ঘোষণা, অলিম্পিক মশালের মাঠ প্রদক্ষিণ, ক্রীড়া শপথ পাঠ, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য, খেলোয়াড়দের মাঠ ত্যাগ, ক্রীড়া প্রতিযোগিতা শুরু, পুরস্কার বিতরণ এবং সভাপতি কর্তৃক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এসময় সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক বলেন, খেলাধুলা মানুষ দৈহিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে। আজকে আমরা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে যারা ক্ষুদে খেলোয়াড় আছো, তোমরা একদিন বড় খেলোয়াড় হবে। এই দেশকে সারা বিশ্বের কাছে তোমরা সম্মানিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমি মনে করি। খেলাধুলার মাধ্যমেই মোবাইল আসক্তি থেকে বের হয়ে আসা সম্ভব এবং এর মাধ্যমে শরীর ও মন দুইটাই খুব ভালো থাকে। আজকের দিনে যারা শিক্ষার্থী তারা যেন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, এই শিক্ষাটা যেন আমরা আমাদের শিক্ষার্থীদের দিতে পারি। আমরা অভিভাবক যারা আছি, আমাদের সকলেরই উচিত আমাদের সন্তানদেরকে সময় দেওয়া, তাদের কথাগুলো শোনা। যদি আমাদের সন্তান কোন কারণে বিপথে চলে যায় তাহলে তাকে আগের পথে ফেরানো অনেক কষ্ট সাধ্য।

উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত