বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. এমদাদুল হক যদুকে (৬৭) গ্রেফতার করেছে মুক্তাগাছা থানা পুলিশ।
মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক যদু হলেন মালতিপুর পাখালিয়া এলাকার মৃত রিয়াজ উদ্দিন আহাম্মদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ফেনী জেলার ছাগলনাইয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন জানান, ফেনী জেলায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।