বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ কথায় বলে ‘চোরায় না শুনে ধর্মের কাহিনী’! কোথাও আকাম না করতে পারলে নিজের ঘরের সিঁধ কেটে বসে এরা! গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের আনসার ভিডিপি ও মৎস্য কার্যালয়ে তালা ভেঙে চুরির চেষ্টা করে একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র। সরেজমিন তদন্ত,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় থানা সূত্রে জানা যায় , গতকাল রাতে যে কোন সময় এই ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ক্যামেরার সামনে কথা না বললেও সিনিঃ মৎস্য কর্মকর্তা তানভির আহমেদ বলেন, গতকাল সকাল ০৯ টার আগেই আমার অধঃস্তন কর্মচারী টেলিফোনে বিষয়টি জানালে আমি যথারীতি অফিসে এসে আমার ও পাশের রুম পরিদর্শন শেষে তালা ভাঙা অবস্থায় পেলেও ফাইল ক্যাবিনেট, ল্যাপটপসহ সরকারি গুরুত্বপূর্ণ ফাইল বা আসবাবপত্রের কোন ক্ষতি বা খোয়া যায় নি বলে নিশ্চিত হই। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যারকে অবহিত করি। উল্লেখ্য যে,উপজেলা আনসার ভিডিপি অফিসের দু’টি তালা খোয়া গেলেও ভিতরের আসবাপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র/ফাইল খোয়া বা ক্ষতি হয় নি। কিছুদিন আগে স্থানীয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত হয়। ধারণা করা হচ্ছে , একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র দীর্ঘদিন যাবৎ এতদঞ্চলে সক্রিয় রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নৈশপ্রহরী জাহাঙ্গীর,শফিকুল ও রুবেল বলেন,আমরা যথারীতি নির্দিষ্ট সময়ে ডিউটি শুরু করি এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে দায়িত্ব পালনে কোনরকম অবহেলা করি না।
মাঠ পর্যায়ে সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকায় এহেন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারজন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তৎপরতাসহ সার্বিক নিরাপত্তা বেষ্টনী জোরদার নিশ্চিত করার দাবি জানান আমজনতা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জিডি/অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।