বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় আর কে স্কুল খেলার মাঠ সংলগ্ন ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছে। সকাল ১২:১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার আমোদপুর গ্রামের ব্যবসায়ী লিটন খানের ছেলে অনন্ত হোসাইন খান (১৭) ও শহরের ঢলুয়াবিল এলাকার জান্নাত বাজাজ শো রুমের মোটরসাইকেলের মেকানিক রাসেল হোসেন (৩০)। আহত পথচারীর নাম জসিম উদ্দিন (২৮)। নিহত অনন্ত হোসাইন খান নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল এবং রাসেল হোসেনের বাড়ি ময়মনসিংহ উপজেলার চর ঈশ্বরদিয়া।
সরেজমিন তদন্তে জানা যায়, একজন পথচারী রাস্তা পারাপার হচ্ছিল। সেইসময় হঠাৎ করে একটি বাইক চলে আসে। বাইকের গতি অধিক পরিমাণে ছিলো বিধায় বাইক তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় এবং সাথে সাথেই বাইক চালক নিহত হয় এবং পিছনে থাকা ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী থানায় কোন অভিযোগ দায়ের হয় নি এবং লাশ পরিবার সদস্যদের কাছে লাশ হস্তান্তর করেছে মুক্তাগাছা থানা পুলিশ।