বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ রূপালীর অদম্য শক্তি-সাহসের পাশাপাশি প্রবল ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের সমন্বিত উদ্যোগের কাছে হার মেনেছে সমস্ত নেতিবাচক প্রভাব! কঠোর পরিশ্রম আর সামাজিক বেড়াজাল টপকে একটু একটু করে উঠে আসে জাতীয় কাবাডি মহিলা দলে! শুধু তা-ই নয়, সর্বশেষ এশিয়া কাপ টুর্নামেন্টে লুফে নেয় ঈর্ষণীয়’ব্রোঞ্জ পদকও! সেই সুবাদে গতকাল স্থানীয় উপজেলা হলরুমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানায় যুগান্তর স্বজন সমাবেশ মুক্তাগাছা শাখা। উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে স্বজন সমাবেশের সভাপতি উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার সম্মানিত সভাপতি ও গসমেগ এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুজ্জামান দুদু, উপদেষ্টা ও যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, দিনকালের প্রতিনিধি ফেরদৌস তাজ, উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছার অর্থ সম্পাদক মোঃ রাশিদুল হাসান জিহাদসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের বিশিষ্টজন অংশগ্রহণ করেন। রূপালী ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দীনের মেয়ে এবং যুগান্তর স্বজন সমাবেশ মুক্তাগাছা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা। উক্ত আয়োজনে আবেগাপ্লুত রূপালী আয়োজক মহোদয়বৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে আগামীতে আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে শীর্ষে অবস্থানের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।