বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ময়মনসিংহের মুক্তাগাছায় আয়মন নদী খনন করা মাটি নিলাম বন্ধের দাবিতে ‘আমার মাটি আমি চাই, মাটি নিলাম বন্ধ চাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে মানববন্ধন করেছে এলাকার স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, খনন করা মাটি তাদের নিজস্ব জমিতে ফেলা হয়েছে, যার ফলে তাদের বাড়ি-ঘর ভাঙা পড়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এখন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং মাটি নিলাম বন্ধ করতে হবে। এসকল দাবি নিয়ে এলাকাবাসীরা সংঘবদ্ধ হয়ে আমোদপুর, কান্দিগাঁও, দত্তপাড়া, দিঘলগাঁও, শ্যামপুর, সোনাপুর, পয়ারকান্দি গ্রাম থেকে তারা হেঁটে এসে উপজেলা ভূমি অফিসে মানববন্ধন করেন। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ পলাশ মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ হেদায়েতুল্লাহ, লিটন খান, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. মাকাম মাহমুদ, ডা. আরিফুল ইসলাম প্রমূখ।এসময় বক্তারা বলেন, নদীর পাঁচ কিলোমিটার খননের কাজ প্রায় শেষ হয়েছে। নদী খনন করার সময় উত্তোলিত সকল মাটি নদীর পাড়ে রাখা সম্ভব না হওয়ার ফলে এলাকাবাসীর নিজস্ব ব্যক্তিগত জায়গায় মাটি রাখা হয়। এসময় এলাকাবাসীদেরকে বলা হয়, আপনারা আবাদত মাটি রাখতে দেন পরবর্তীতে আপনারা আবার এই জায়গায় থাকতে পারবেন। এখন আমরা শুনতে পারছি যে, উত্তোলিত মাটি নিলামে বিক্রি করা হবে। আমরা আমাদের ক্ষতিপূরণ চাই এবং আমাদের মাটি আমরা বিক্রি করতে দিবো না। স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,গত ০৫/০১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত উপজেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে “ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুনঃখনন এবং নদীতীর সংরক্ষণ” শীর্ষক প্রকল্পের আওতায় আয়মন নদীর উত্তোলিত মাটি উন্মুক্ত নিলামের উদ্দেশ্যে অনুমোদিত কমিটি সরেজমিন তদন্ত করে বিক্রয়যোগ্য মাটির পরিমাণ নির্ধারণের প্রেক্ষিতে মাটি সংরক্ষিত স্থান- মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের আমোদপুর ব্রীজ হতে কুমারগাতা ইউনিয়নের সোনাপুর ব্রীজ পর্যন্ত (বাম তীর), আমোদপুর ব্রীজ হতে ১০০ মিটার নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় সংলগ্ন (ডান তীর) এবং কুমারগাতা ইউনিয়নের বাইপাস ব্রীজ হতে পৌর এলাকার পয়ারকান্দি শ্মশানঘাট পর্যন্ত (বাম তীর) ৩১.৪৫.৬১৬৫.০০০.৩২.০০১.২৫.০৭৭ স্মারক নাম্বারে উন্মুক্ত/প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে মানববন্ধনকারী স্থানীয় লোকজনের উপস্থিতিতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সুরাহা’র আশ্বাস প্রদান করেন । এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আয়মন নদী পুনঃখনন ও নদী তীর সংরক্ষণ ১ম প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তর, ময়মনসিংহ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আখলাক উল জামিল এর সাথে এই প্রতিবেদক হোয়াটসঅ্যাপ ও মুঠোফোনে যোগাযোগ করে ব্যর্থ হন।