বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২ ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন  মুক্তাগাছায় ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৬ দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি মুক্তাগাছায় রূপালীকে উষ্ণ অভ্যর্থন ! ব্রোঞ্জ থেকে স্বর্ণ পদকের হাতছানি! জামালপুরে N.K.Foundation এর ইফতার ও দোয়া এবং ঈদ সামগ্রী বিতরণ

মুক্তাগাছায় তথ্য অধিকার আইন বাস্তবায়নের শপথ করলেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ আজ মুক্তাগাছায় শহীদ স্মৃতি সরকারি কলেজ এর তিন শতাধিক শিক্ষার্থী দুর্নীতিবিরোধী ও তথ্য অধিকার আইন বাস্তবায়নে শপথ করেছেন। সচেতন নাগরিক কমিটি (সনাক) মুক্তাগাছা’র উদ্যোগে আয়োজিত ‘তথ্য অধিকার বিষয়ক ক্যাম্পেইনে’ অংশগ্রহণ করে তারা এই শপথ করেন।

জানা যায়, শিক্ষার্থীদের ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে সচেতন এবং এই আইনের সফল প্রয়োগ ও বাস্তবায়নের লক্ষ্যে একটি ক্যাম্পেইন করে সনাক-মুক্তাগাছা। এর অংশ হিসেবে উপজেলার শহীদ স্মৃতি সরকারি কলেজ এর অডিটরিয়ামে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ে ওরিয়েন্টেশন প্রদান, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা করা হয়। প্রোগ্রামের শুরুতে অংশগ্রহণকারীগণ স্বেচ্ছায় দুর্নীতিবিরোধী শপথ করেন। ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের তথ্য চেয়ে আবেদন ফরম পূরণের প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া তথ্য অধিকার আইন, ২০০৯ এর প্রয়োগ ও বাস্তবায়নে তরুণদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উক্ত কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো: সেলিম তালুকদার বক্তব্য রাখেন। নির্ধারিত বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ স্মৃতি অধ্যাপক বিজন কুমার বসাক, অধ্যাপক আবু ফারুক মোহাম্মদ হান্নান, অধ্যাপক এনামুল হক তালুকদার। সভাপতিত্ব করেন, তথ্য ও পরামর্শ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক ও সনাক সদস্য আ.ন.ম শাহ্নূর মামুন। সভা শেষে কুইজে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত