বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২ ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন  মুক্তাগাছায় ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৬ দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি মুক্তাগাছায় রূপালীকে উষ্ণ অভ্যর্থন ! ব্রোঞ্জ থেকে স্বর্ণ পদকের হাতছানি! জামালপুরে N.K.Foundation এর ইফতার ও দোয়া এবং ঈদ সামগ্রী বিতরণ

মুক্তাগাছায় টিআইবি (সনাক) উদ্যোগে তথ্য মেলা শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ‘জানবো,জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্য ধারণ করে গতকাল ময়মনসিংহের মুক্তাগাছা পৌর প্রাঙ্গণে টিআইবি (সনাক) ও স্থানীয় উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে দু’দিন ব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে। সকাল ১০টায় কথা থাকলেও খানিকটা বিলম্বে ফিতা কেটে উক্ত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ ইউসুফ আলী,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ। এ সময় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত মেলার প্রধান আলোচক আতিকুল ইসলাম ছাড়াও প্রশাসনিক কর্মকতাসহ তথ্যমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সনাক, মুক্তাগাছার অন্যতম সদস্য মোহাম্মদ মুজাহিদুর রহমান, টিআইবি’র কো-অর্ডিনেটর (সি ই) মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। যথারীতি মেলা পরিদর্শন শেষে সনাক, মুক্তাগাছা এর সভাপতি অধ্যাপক মোঃ আব্দুস সবুর এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন অতি.বিভাগীয় কমিশনার (সার্বিক) ময়মনসিংহ, স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার,প্রশাসনিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বেলা ১১.৩০ মিনিটে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকার সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পূর্ব নির্ধারিত স্থানীয় মপবিস সদর দপ্তর-১, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রতিনিধিবৃন্দ। দিনব্যাপী অন্যান্য কার্যসূচিতে ছিলো বেলা ২.৩০ মিনিটে ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকেল ৩.৩০ মিনিটে কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা, ৪.৩০ মিনিটে দুর্নীতি বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান। টিআইবি মুক্তাগাছা উপজেলা শাখার কো-অর্ডিনেটর মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ইয়েস সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠেয় উক্ত মেলায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মোট ৩৬টি স্টল স্থান পায়। দেশ ব্যাপী টিআইবি আয়োজিত দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মুক্তাগাছা পৌরসভা চত্বরে অনুষ্ঠেয় দু’দিন ব্যাপী উক্ত তথ্য মেলায় শিক্ষার্থী,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শিক্ষক, সাংবাদিক, সামাজিক -সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো ।

সুদ-ঘুষ-দুর্নীতি-মাদকসহ সামাজিক ও রাষ্ট্রীয় সন্ত্রাস নির্মুলে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে অভিজ্ঞ মহলের ধারণা ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত