শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২ ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন  মুক্তাগাছায় ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৬ দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি মুক্তাগাছায় রূপালীকে উষ্ণ অভ্যর্থন ! ব্রোঞ্জ থেকে স্বর্ণ পদকের হাতছানি! জামালপুরে N.K.Foundation এর ইফতার ও দোয়া এবং ঈদ সামগ্রী বিতরণ

মুক্তাগাছায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে র‍্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ আজ মুক্তাগাছায় জ্বালানি খাতে সুশাসন নিশ্চিতে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সনাক মুক্তাগাছা। ২৬ জানুয়ারি ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস’ উদযাপন উপলক্ষ্যে মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় জীবাশ্ম জ্বালানি ব্যবহার রোধে নানা প্লেকার্ড, ফেস্টুন প্রদর্শন করেন।

জানা যায়, টিআইবি নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও অধিকতর কার্যকর বিকাশের উপযোগী সুশাসন নিশ্চিতে অনুকূল পরিবেশ তৈরীর লক্ষ্যে ঢাকা অফিসসহ দেশের ৪৫টি সনাক অঞ্চলে ‘আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫’ উদযাপন করে। এরই অংশ হিসেবে সনাক মুক্তাগাছা কর্তৃক সকাল ১১:৩০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপ এর সহ-দলনেতা মোহাম্মদ আবু নাইম। সনাক সভাপতি অধ্যাপক আব্দুস সবুর এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন এম ইদ্রিছ আলী, সনাক সদস্য ও সাধারণ সম্পাদক, মুক্তাগাছা প্রেসক্লাব। মানবন্ধন শেষে মুক্তাগাছা প্রেসক্লাব সম্মুখ থেকে একটি র‌্যালি শুরু হয়। মুক্তাগাছা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী ‘ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সমন্বয়ক, নাদিয়া নাসরিন নুপুর, মানছুরাতুন নাহার সুমি সহ-সমন্বয়ক মেহেদী হাসান রনি এবং ইয়েস গ্রুপের সদস্য আামিনুল হক, বাবুল হোসেন, দলনেতা খুশনুর আলম উক্ত বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন। এছাড়া সনাক সদস্য মহিউদ্দিন বাবুল ও দেলোয়ারা আক্তার লাভলী উক্ত বিষয়ের উপর আলোচনা করে দিবসটির গুরুত্ব তুলে ধরেন। প্রোগ্রামটি সঞ্চালনা করেন মো: দেলোয়ার এরিয়া কোঅর্ডিনেটর, সনাক মুক্তাগাছা টিআইবি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত