বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে ‘ডেভিল হান্ট’ অপারেশনের অংশ হিসেবে গত ১২ এপ্রিল ( শনিবার) ‘২৫ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক , সাবেক ইউপি চেয়ারম্যান , বাংলাদেশ পূজা উদযাপন কমিটি মুক্তাগাছা উপজেলা শাখার সাঃ সঃ উজ্জল কুমার চন্দ ( ৪৮) কে গ্রেফতার করে মুক্তাগাছা থানা পুলিশ । ১৯৭৪ সালের বিশেষ আইনের ১৫ ( ৩) / ২৫ ডি সহ ১৪৩/৪৪৭/৪৪৮/৫০৩/৪৩৫/৪২৭/পেনাল কোড ১৮৬০ ধারা মতে তাকে গ্রেফতার দেখানো হয়েছে । মুক্তাগাছা থানায় মামলা নং ১৪ (৮)২০২৪ । বিশিষ্ট ব্যবসায়ী উজ্বল কুমার মুক্তাগাছা উপজেলার বাঁশাটি ইউপি’র কৃষ্ণনগর গ্রামের মৃত নৃপেন্দ্র চন্দের ছেলে । এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত আসামি উজ্বলকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় । এ ব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন , ময়মনসিংহ জেলা সদর সার্কেল ও পুলিশ সুপার মহোদয় এর সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনায় অত্র থানার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সদা তৎপর ও অভিযান অব্যাহত রেখেছে