বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ গত ২১ ফেব্রুয়ারি ময়মনসিংহের মুক্তাগাছা আর কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্ধু মহল ব্লাড ডোনার মুক্তাগাছা (BMBDM) এর আয়োজনে এবং আরোগ্য মেডিকেল সেন্টার এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। উক্ত কার্যক্রমে সকাল ৮ টা থেকে সারাদিন ব্যাপী প্রায় ৩০০ এর অধিক মানুষকে বিনামূল্যে এই সেবা টি প্রদান করেছে।
উক্ত কর্মসূচিটি সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ নাহিদ হাসান অপি, মাহমুদুল হাসান ইমরান, মিনহাজ উদ্দিন হৃদয়, মেরাজ, আলম হোসাইন, সাবিকুন্নাহার মিরা, মিরা আক্তার, হাসি আক্তার, লতিফা আক্তার, সুমাইয়া আক্তার রিপা, জুবায়ের আহমেদ সিয়ান,
সংগঠনটির ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক ঈমান হোসাইনসহ সংগঠনের সকলের নিরলস পরিশ্রম ও প্রচেষ্টায় বাস্তবায়ন হয়।