বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা প্রেসক্লাব মুক্তগাছা’র নব নির্বাচিত সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীমসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণঅধিকার অধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখা।
গত ২৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর অস্থায়ী কার্যালয়ে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ এস এম জিন্নাহ মিয়া আকাশ, মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ শাহিনুর আলম, সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
শুভেচ্ছান্তে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা এর সভাপতি বলেন, আমরা সবসময় সত্য সংবাদ প্রকাশে কাজ করে থাকি। আপনারা আমাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন যাতে আমরা জাতির কাছে সঠিক সংবাদ উপস্থাপন করতে পারি। সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে জাতি কখনো বিভ্রান্ত না হয়।