বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
মুক্তাগাছায় আ’লীগ নেতা গ্রেফতার মুক্তাগাছায় সরকারি অফিসের তালা ভেঙে চুরির চেষ্টা!  চাকরীর প্রলোভনে কোটি টাকা আত্মসাৎকারী নুরু গ্রেফতার এবার মুক্তাগাছায় শিশু কন্যা ধর্ষিত!  ধর্ষকের ফাঁসির দাবিতে উত্তাল জনতা! মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২ ক্রাফট ইন্সট্রাক্টরদের কোটা বাতিলের দাবিতে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন  মুক্তাগাছায় ঢাকা দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৬ দফা দাবিতে সৈয়দপুর বিমানবন্দরে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচি মুক্তাগাছায় রূপালীকে উষ্ণ অভ্যর্থন ! ব্রোঞ্জ থেকে স্বর্ণ পদকের হাতছানি! জামালপুরে N.K.Foundation এর ইফতার ও দোয়া এবং ঈদ সামগ্রী বিতরণ

গ্রাম-বাংলার ঐতিহ্য নবান্ন উৎসব- হারিয়ে যাচ্ছে যেন নিরবে

মো: ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ): শিশিরে ভেজা প্রকৃতি দেখা দিচ্ছে, হেমন্ত পেরিয়ে আসতেছে শীত, বছর ঘুরে আবার এসেছে আরেকটি আয়োজনের উপলক্ষ্য। আবহমান বাংলার অন্যতম উৎসব নবান্ন উৎসব, এই মৌসুম এটি আমন ফসল, কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই নবান্ন উৎসব।ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলা এর ১১টি উপজেলায় শুরু হচ্ছে আমন ধান কাটা। কিন্তু হেমন্তের অন্যতম নবান্ন উৎসব এখন আর চোখে পড়ে না।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এ উৎসব’টি।বাংলাদেশে যতগুলো উৎসব হয় সেগুলোর মধ্যে অন্যতম প্রচলিত ছিলো এই নবান্ন উৎসব’টি।হেমন্তকালের এ উৎসব ছিল সর্বজনীন। জানা যায়, আমন এর ফসল কাটাকে কেন্দ্র করেই নবান্ন উৎসবের সূচনা হয়।

নবান্ন অর্থ – নতুন অন্ন, বাংলাদেশের ঐতিহ্যবাহী শস্যোৎসব। নবান্ন হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব, যা সাধারণত অগ্রহায়ণ মাসে আমন ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে ফসল বাড়িতে আনার দুই একদিন পরই নতুন ধানের নতুন চালে ক্ষীর – পায়েশ -তেলের পিঠা তৈরি করে আত্মীয়স্বজন, প্রতিবেশী মহেল্লার মসজিদের ইমাম ও মোয়াজ্জেম সাহেবদের, বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হতো, অনেক জায়গায় নবান্ন উপলক্ষে মেলাও বসানো হতো।

নবান্ন উৎসব নিয়ে কথা হয় একজন কৃষক সঙ্গে সে বলল আমি যখন ছোট ছিলাম তখন আমরা দল বেধে সবাই সবার বাড়িতে খেয়ে আসলাম। কিন্তু এখন আর সেটা দেখা যায় না।

নবান্ন উৎসব আর আগের মতো হয় না, কোন কোন জায়গায় হয়, কিন্তু যে যার যার মতো করে নবান্ন উৎসব’টি করে।

কৃষক, বলে আমরা ছোট বেলায় নবান্ন উৎসবকে ঘিরে অনেক আনন্দ করেছি, যা বর্তমানে এ যোগের ছেলে মেয়েরা আর সেই আনন্দ পাই না।

এর পর এক স্কুল ছাত্র কাছে প্রশ্ন করলাম এখন হেমন্ত চলে যাচ্ছে শীত আসিতেছে এ সময় আমন ধান কাটা হচ্ছে, এ সময় একটি উৎসব হয়,নতুন ধানের ক্ষীর-পায়েস পিঠা খাওয়ানো হয়, বাড়িতে বাড়িতে মেহমানদারি করা হয়, ছাত্রটি বলল -এখন আর চোখে পড়ে না গ্রাম বাংলায় ঢেঁকি,ও যাতা,ছাত্র বলল, আব্বা আম্মা কাছে নবান্ন উৎসবের কথা শুনেছি। আগে অনেক ভালো হতো।

নবান্নর দিনে একে অপরের বাড়িতে খেতে যেত কিন্তু বর্তমানে আমাদের গ্রামে সেটা আর দেখি না। নিজেরাই নিজের মতো করে এখন নবান্ন উৎসব পালন করে।

কিছুক্ষণ পর এক শিক্ষক মামার সঙ্গে দেখা সে বলল ভাইগ্না এখানে কি করেন,বললাম কৃষক চাচা ও ছাত্র ভায়ের সঙ্গে হেমন্ত, চলে যাচ্ছে শীত আসিতেছে কৃষকরা সোনালী ফসল আমন ধান বাড়িতে নিবে, নবান্ন উৎসব নিয়ে কথা হচ্ছে, শিক্ষক মামা বলল, হেমন্তের যায় যায় শীতের আগেই আমন ধান কাটা শুরু হলেই আমাদের এ বয়সি যারা আছে তাদের মনে ভেসে ওঠে নবান্ন উৎসবের কথা, কী যে আনন্দ করতাম। কিন্তু বর্তমানে সেটা আর গ্রাম বাংলায় দেখা যায় না।

আমরা ছোট বেলায় দল বেধে একে অপরের বাড়ীতে খেয়ে আসলাম এবং নবান্ন উৎসবকে নতুনভাবেই বরণ করে নিতাম।

কিন্তু এযুগের ছেলে মেয়েরা শুধু নামেই জানে যে নবান্ন উৎসব, আগের মতো তারা আর নবান্ন উৎসবে আনন্দ করতে পারে না?

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত