নিজস্ব প্রতিবেদকঃ ভেস্তে গেছে তথাকথিত শালিশী বোর্ড! প্রশাসনের দিকে আঙুল তুললো ভিকটিম পরিবার! শেষতক রাস্তায় আমজনতা! সাংবাদিকের বিরুদ্ধেই সাংবাদিকের কাছে অভিযোগ! প্রধান আসামীর ফাঁসিসহ কুশীলবদের বিচার দাবিতে সোচ্চার আবাল-বৃদ্ধ-বনিতা! কোথায় সমাজ সংস্কারক? কোথায় শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ওলামা-মাশায়েখ? কোথায় রাজনৈতিক ব্যক্তিত্বরা!!!?
সূত্র জানায়, গত ২১ এপ্রিল'২৫ তারিখ (সোমবার) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বানিয়া কাজী গ্রামের হতদরিদ্র আবরার শাকিল সবুজ এর কিশোরী কন্যা জান্নাতুল মাওয়া সুরাইয়া (৯)
এর উপর ধর্ষণের নিমিত্তে পাগজশবিক নির্যাতন চালায় একই গ্রামের লম্পট আনোয়ার। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় ঘাপটি মারা অতি উৎসাহী সুবিধাবাদী গোষ্ঠী ও রাজনৈতিক ছত্র ছায়ায় টাকায় বিনিময়ে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করেও হালে পানি পায় নি। অবশেষে ভিকটিম পরিবারসহ স্থানীয় প্রতিবাদী জনতা লম্পট আনোয়ারের ফাঁসিসহ কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল, বিচারের নামে প্রহসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন করে।
এ ব্যাপারে মুক্তাগাছা থানায় ভিকটিমের হয়ে আবরার শাকিল সবুজ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং ২০।